খেলাধুলা

লিগ কাপ থেকে ম্যানইউ-আর্সেনালের বিদায়

ইংলিশ লিগ কাপ নামে পরিচিত ‘কারাবাও কাপ’ থেকে বিদায় নিয়েছে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ঘরোয়া এ প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে গানার্স ও রেড ডেভিলসরা।বুধবার (১ নভেম্বর) দিবাগত রাতে লন্ডন স্টেডিয়ামে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে ওস্টেহাম ইউনাইটেড। অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ম্যানইউকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে উড়ছে আর্সেনাল। কিন্তু কারাবাও কাপে নাজুক অবস্থা দলটির। অন্যদিকে ইপিএল ও কারাবাও কাপে ব্যর্থতার সীমানায় ঘুরপাক খাচ্ছে ম্যানইউ। প্রতিযোগিতার শেষ ষোলো থেকে একই রাতে ছিটকে গেছে দল দুটি।প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ১৬ মিনিটে আত্মঘাতী গোল হজম করে আর্সেনাল।

দ্বিতীয়ার্ধের ৫০ ও ৬০ মিনিটে আরও দুই গোল করে ওয়েস্টহাম। মোহাম্মাদ কুদুস ও জ্যারোড বোয়েন গোল করেন। ম্যাচের অতিরিক্ত সময়ে গানার্সদের হয়ে একটি গোল পরিশোধ করেন মার্টিন ওডেগার্ড। ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।আর্সেনাল প্রতিপক্ষের মাঠে হারলেও নিজেদের মাঠেই ধরাশায়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিকে হারানোর পর রেড ডেভিলসদেরও ৩-০ ব্যবধানে হারিয়েছে নিউক্যাসেল ইউসাইটেড। প্রথমার্ধের ২৮ ও ৩৬ মিনিটে দুই গোল খেয়েই ম্যাচ থেকে ছিটকে যায় এরিক টেন হাগের দল। দ্বিতীয়ার্ধে ম্যানইউ শিবিরে শেষ পেরেকেটা মারেন ইংলিশ মিডফিল্ডার জো উইলক।

প্রতিযোগিতার অন্য ম্যাচগুলোতে সহজ জয় পেয়েছে চেলসি ও লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে ব্ল্যাকবোর্নকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। অন্যদিকে বোর্নমাউথের মাঠে কাউডি গাকপো ও ডারউইন নুনেজের গোলে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টারে নাম লিখিয়েছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।

আরও খবর

Sponsered content