জাতীয়

হরতালে বিজিবির টহল রাজধানীতে

বিএনপি ও জামায়াতের ডাকা রোববার সকাল-সন্ধ্যার হরতালে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘আজকের হরতালে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন রয়েছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে কাকরাইল, পল্টন ও মতিঝিল এলাকায় বিজিবি টহল দিচ্ছে।

এর আগে শনিবারও রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষ শুরু হলে পুলিশের পাশাপাশি মাঠে নামে বিজিবি। দিনে ১০ প্লাটুন ও রাতে ১১ প্লাটুন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল।

আরও খবর

Sponsered content