বিনোদন

ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধেব বললেন অপু বিশ্বাস

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রথম সংসার ভাঙার পর গত ৫ বছর ছেলে ও কাজ নিয়েই ব্যস্ত অপু বিশ্বাস। অন্যদিকে শবনম বুবলীও তার ছেলে ছেলে ও কাজ নিয়ে ব্যস্ত। তাদের আরও একটি পরিচয়, দুজনেই ছিলেন চিত্রনায়ক শাকিব ঘরণী। অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখনো দুই সতীনের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। বিভিন্ন সময়েই এক অন্যকে নিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছেন।

বুবলীকে পছন্দ করেন না অপু বিশ্বাস, তারই প্রমাণ মিলল সম্প্রতি এ নায়িকার এক মন্তব্য। যেখানে তিনি বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন।একটি বেসরকারি টিভি চ্যানেল অনুষ্ঠানে হাজির হয়ে বুবলী প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ওনাকে আমি ঘৃণা করি। শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে বুবলীকে ‘ঘৃণা করি’ বাক্যেটি পর পর তিনবার বলেছেন এ নায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘আমাকে নিয়ে তার কী মন্তব্য গন্তব্য জানার সময় নেই। একবাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।বুবলীকে নিয়ে অপু আরও বলেন, ‘ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।

বর্তমানে একই স্কুলে পড়াশোনা করছেন বুবলীর ছেলে শেহজাদ খান বীর ও অপুর ছেলে আব্রাম খান জয়। মাঝে মধ্যেই ছেলেকে স্কুল পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। সেখানে বুবলী বা বীরের সঙ্গে দেখা হয় কিনা, এমন প্রশ্নে এই নায়িকা জানান— না, এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি হয়নি।এ সময় বীরকে নিজের সন্তান মন্তব্য করে অপু বলেন, ‘জয়ের মতো যারা আছে, সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। কাছ থেকে দেখেছি।

সে খুবই কিউট, মাশাআল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি।বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, ‘আগেও বলেছি— শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় ও বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি সাইলেন্ট হয়েছে এবং দায়িত্ববান হয়েছে।

আরও খবর

Sponsered content