জাতীয়

বিএনপির সঙ্গে সংলাপে রাজি সরকার তবে… কি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সঙ্গে শর্তযুক্ত সংলাপে রাজি নয় সরকার।

শর্ত প্রত্যাহার করলে তবেই এ নিয়ে চিন্তাভাবনা করা হবে।রবিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এ কথা জানান।

আগামী জাতীয় নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের পাঁচ দফা সুপারিশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পর্যবেক্ষক দলের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে।

বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। বিএনপি সবার আগে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এসব শর্ত রেখে সংলাপ হতে পারে না।

বিএনপি এসব শর্ত দিয়ে আপসহীন ভূমিকায় আছে উল্লেখ করে তিনি বলেন, ‘শর্ত প্রত্যাহার করলে আলোচনা ও সংলাপ হতে পারে।

মার্কিন প্রতিনিধিদল আমাদের সঙ্গে আলোচনা করার সময় সংলাপের বিষয়ে কোনও কথা হয়নি বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা কোথা থেকে সংলাপের কথা আনলো, তা বুঝতে পারছি না।

ওদের (বিদেশি) কথায় ইলেকশন হবে না। ইলেকশন আমাদের নিজস্ব বিষয়। ওরা বন্ধু রাষ্ট্র হিসেবে সুপারিশ করতেই পারে।