বিনোদন

মুজিব নিয়ে শুভর ভারত যাত্রা শাকিবের শুভেচ্ছা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর দেশে মুক্তি পায় ছবিটি। ২৭ অক্টোবর ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই বায়োপিক।

বিষয়টি ফেসবুকে জানিয়েছিলেন সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। ছবিটি মুক্তির উপলক্ষে ভারত যাচ্ছেন এই অভিনেতা। পথে তার সঙ্গে দেখা হয় ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের।

আরিফিন শুভর প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব। ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দরদ’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি।

লাউঞ্জ গল্পে উঠে এলো ‘মুজিব’ সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনাল স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।

সিনেমাটি প্রচার উপলক্ষে ব্যাপক প্রচার শুরু হয়েছে ভারতজুড়ে। বাংলাদেশে বেশ দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য মানুষের ঢল দেখা গেছে।

সিনেমাটির দর্শক চাহিদার কথা মাথায় রেখে বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জেলায়।