আন্তর্জাতিক

ইসরায়েলি নারী-শিশুকে মুক্তি দিল ফিলিস্তিনিরা

ইসরায়েলি এক নারী ও তার দুই শিশুকে মুক্তি দিয়েছে হামাস। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে সংগঠনটির সামরকি শাখা কাসেম ব্রিগেড। গতকাল  হামাসের এই ভিডিও সম্প্রচার করেছে আলজাজিরা।

আলজাজিরার প্রচারিত ভিডিওটি কিছুটা দূরে ও পেছন থেকে ধারণ করা। এ জন্য ওই নারী ‍ও শিশুর পরিচয় জানা যায়নি। তবে এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড বলেছে, ওই নারী একজন ইসরায়েলি নাগরিক।

তিনি একজন সেটেলার। গত শনিবার সংঘাতের একপর্যায়ে তাকে দুই শিশুসহ বন্দি করা হয়েছিল।ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি ওই তিন ইসরায়েলিকে একটি খোলা জায়গায় বেড়ার কাছে রেখে আসছেন। তিনি সম্ভব হামাসের সদস্য। বেড়াটি গাজা ও ইসরায়েলের সীমান্ত বেড়া হতে পারে।

তবে এই ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। এ ছাড়া এটাকে সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস।

হামাসের হামলায় হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এ ছাড়া এবার ইসরায়েলের ভেতর ঢুকে প্রায় ১৫০ জনের মতো ইসরায়েলি সামরিক ও বেসামিরিক নাগরিককে বন্দি করেছে হামাস যোদ্ধারা।