এক্সক্লুসিভ

মনোমালিন্যের পর বাবার মৃত্যু, নিজেকে দায়ী ভেবে ছেলের আত্মহনন

কুষ্টিয়া কুমারখালীতে রাতে বাবার মৃত্যুর পরে সকালে ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে বাবা এবং ছেলের মধ্যে মনোমালিন্য হলে বাবা সম্ভু চরণ রাত আনুমানিক এগারোটার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান। বিষয়টি মেনে নিতে পারেননি ছেলে বিজয় কুমার। পরে রাতের কোনো এক সময় বাড়ির পাশের নির্জন বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরে আজ সকালে তার ঝুলন্ত মরদেহ স্থানীয়দের নজরে পড়লে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কুমারখালি থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, রাতে বাবার মৃত্যুর পর সকালে বাড়ির পাশের একটি বাগান থেকে ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content