রাজনীতি

এবার বিএনপির নতুন কর্মসূচিতে কী থাকছে

দ্বাদশ সংসদ নিরাচন বর্জন, সরকার পতন এবং অসহযোগ আন্দোলন সফলে আরও তিন দিনের নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি। লিফলেট বিতরণ কর্মসূচি শেষে সোমবার (১ জানুয়ারি) নতুন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোটও একই কর্মসূচি দেবে বলে জানা গেছে।

বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে নতুন কর্মসূচির বিষয়ে বলেন, ভোটের আগে আরও ৩ দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। তারপর ৪৮ বা ৯২ ঘন্টার হরতাল বা অবরোধ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠকে। আর ভোটের দিনও হরতাল মতো কর্মসূচি থাকতে পারে।

যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।ইতোমধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ কর্মসূচি ঘোষণা করেছেন আনুষ্ঠানকিভাবে। তিনি আগামী ৩ দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়নের তথ্য ইতোমধ্যে জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। দলটি শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি এবং সরকার পতন নিশ্চিত করতে চাইছে।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘাতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর ভোট বর্জন এবং অহসযোগ আন্দোলনের অংশ হিসেবে দুদিনের লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করে।

%d bloggers like this: