কুষ্টিয়া ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান গনসংযোগের অংশ হিসেবে মোটরসাইকেল শো-ডাউন করেছে।
শনিবার বিকেলে খোকসা উপজেলার সীমান্তবর্তী বিলজানী পাশ্ববর্তী গোপালপুর স্কুল থেকে এই শো-ডাউন শুরু হয়। কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক দিয়ে জানিপুর বাজার ঘুরে পুনরায় আঞ্চলিক সড়ক হয়ে মোটরসাইকেল শো-ডাউনটি কুমারখালী শহর প্রদক্ষিণ করে। এরপর শহর থেকে বেরিয়ে আলাউদ্দিন নগর হয়ে দবির মোল্লা রেল গেটে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শো-ডাউনে প্রায় দুই সহস্র বাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই উপজেলার নেতাকর্মীরা অংশ নেয়।
সৌদি আরব থেকে এই প্রার্থী দেশে ফেরার পরদিনই আয়োজিত এ শো-ডাউন দুই উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।