লাইফ স্টাইল

যেভাবে ছদ্মবেশী বন্ধুদের চিনবেন

ক্ষণে ক্ষণে রং বদলায় মানুষ। আমাদের আশেপাশে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। আপনার চারদিকে রোজ ঘুরে বেড়ান তারা। কেউবা আবার বন্ধুর ছদ্মবেশেও থাকেন। কিভাবে চিনবেন তাদের?

এ মানুষগুলো কেবল নিজেদের স্বার্থটাই বোঝেন। আর সেই স্বার্থ সিদ্ধি করতে যেকোনো উপায়ও অবলম্বন করতে পারেন তারা। প্রয়োজনে এমন আবেগপূর্ণ কথা বলতে পারেন যাতে আপনার মন গলে যায়। সুযোগ পেলেই তারা শুধুমাত্র আপনার ভুল ধরতে থাকেন।

ছোটখাটো ভুলকেও এতটা বড় করে দেখান যেন আপনি কি ক্ষতিটাই না করে ফেলেছেন! বারবার আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা চালান তারা। এদের মধ্যে কিছু মানুষ আবার সাধারণ পরিস্থিতিকেও অনেক জটিল করে তুলতে পারদর্শী।

নিজেকে প্রমাণ করতে গিয়ে চারপাশের পরিবেশ নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন তারা। এক ধরনের মানুষ আবার ক্রমাগত ‘ভিক্টিম কার্ড’ খেলতে থাকেন। যেন সমস্ত খারাপ তাদের সঙ্গেই হয়েছে। আর তারাই শুধুমাত্র অত্যাচারিত হয়েছেন।

এরা আপনার কাছে শুধুই হতাশার কথা বলতে থাকেন। সারাক্ষণ এ ধরনের কথা শুনলে আপনি ভালো থাকবেন কীভাবে? তাই এমন মানুষদের থেকে যতটা সম্ভব দূরে থাকাই শ্রেয়। তাহলে মানসিকভাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

%d bloggers like this: