লাইফ স্টাইল

কুমারখালীতে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা এবং ঔষধ প্রদান করা হবে

কুষ্টিয়ার কুমারখালীতে সহস্রাধিক সর্বস্তরের রোগীদের মাঝে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা এবং ঔষধ প্রদান করা হবে।

আগামী ১৬ আগষ্ট শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদীর বাড়িতে বিনামূল্যে এই ক্যাম্পের আয়োজন করেছে কুমারখালী এসএসসি-৯৫ ব্যাচ।

এ উপলক্ষে গত শনিবার দুপুরে পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা অনু্ষ্িঠত হয়েছে। এসএসসি ৯৫ ব্যাচের সভাপতি মুরাদুর ইসলাম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদীর ভাই আবু তালেব, ৯৫ ব্যাচের সাধারণ সম্পাদক লিটন আক্তার, কুমারখালী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পল্লী এসোসিয়েশন আলিমুদ্দিন শেখ বদর প্রমূখ।