বিনোদন

মাদাম তুসোয় বসছে আল্লুর মূর্তি

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। সম্প্রতি প্রথম তেলেগু অভিনেতা হিসেবে ৬৯তম জাতীয় পুরস্কার পেয়েছেন। তার সাফল্যের মুকুটে যুক্ত হতে চলেছে আরেকটি পালক। লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে বসবে তার মোমের মূর্তি। খবর পিংকভিলার।

শুধু আল্লুই নন, এর আগে বেশ কজন বলিউড তারকার মূর্তি রাখা হয়েছে এই মিউজিয়ামে। অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত ও ক্যাটরিনা কাইফের মূর্তি রয়েছে সেখানে।

দক্ষিণী ছবির অভিনেতাদের মধ্যে আল্লুই তৃতীয় তারকা, যার মূর্তি নির্মিত হচ্ছে। এর আগে প্রভাস ও মহেশ বাবুর মূর্তি রাখা হয়েছে মাদাম তুসোয়।

লন্ডনের মাদাম তুসো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়্যাক্স মিউজিয়াম। পৃথিবীর বিভিন্ন প্রান্তের তারকাদের মোমের মূর্তি বানিয়ে রাখা হয় সেখানে। ‘পুষ্পা’র গগনচুম্বী সাফল্যের পর সেখানে তৈরি হচ্ছে আল্লুর মূর্তি।