17 July 2025 , 6:18:33 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ
কুষ্টিয়ার কুমারখালীতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংসহ সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে এক সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে আলোর সন্ধান নামক একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহযোগিতায় কুমারখালীবাসী সচেতন নাগরিক সমাজের ব্যানারে কুমারখালী-যদুবয়রা সেতু সংলগ্ন গোল চক্করে সমাবেশ শেষে একটি র্যালী বের করা হয়।
সমাবেশে প্রধান অতিথি চিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস। তিনি কুমারখালী থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ নির্মুলে আল্টিমেটাম দিয়েছেন।
এসময় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নেতা হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল মালেক, কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহমান, মুশফিকুর রহমান তেহা, আশিক, রিপন, ফিরোজ, ছাত্র নেতা ইসরাইল হোসেন, রকি, ফারহান, রাসেল প্রমূখ।
র্যালীটি হল বাজার হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চাঁদাবাজি বন্ধে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এছাড়াও অন্যায় অবিচার ও অনিয়মের বিরুদ্ধে উপজেলাবাসির বিভিন্ন অভিযোগ প্রদানের জন্য একটি সংরক্ষিত অভিযোগ বক্স ইউএনও কার্যালয়ের জন্য তুলে দেন আয়োজকরা।









