31 December 2024 , 6:59:45 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আওয়ামী লীগ নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইউসুফ হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সন্ত্রাসী পল্লবের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে মঙ্গলবাড়িয়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ বোতল ফেন্সিডিল সহ এই দুই মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুষ্টিয়ার পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কুঠিপাড়া এলাকার মোহাম্মদ মহিরের ছেলে মোহাম্মদ আখতারুজ্জামান তুহিন ও আব্দুর রাজ্জাকের ছেলে তানভীর রহমান রকি ওরফে শিশির।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মুরাদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এএসআই কামরুল ইসলাম, এসআই আব্দুল মতিন, সঙ্গীয় ফোর্স মঙ্গলবাড়ীয়া বাজারে মেসার্স শোভন এন্টারপ্রাইজ এর সামনে থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক চোরাকারবারিকে নিষিদ্ধ মাদক ভারতীয় ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে। আরো জানা যায়, চোরাকারবারী তুহিন ও শিশির অস্ত্রধারী সন্ত্রাসী, তার নামে চাঁদাবাজি, মাদক ও হত্যা মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।