20 June 2025 , 4:17:39 প্রিন্ট সংস্করণ
সাদিক আরমান :
কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত বৃহম্পতিবার সন্ধায় বাসস্ট্যান্ড রশীদ সুপার মার্কেটের উপজেলা বিএনপির অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুস্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, এশিউর গ্রæপের চেয়ারম্যান মোহাম্মদ শেখ সাদী, সাবেক পিপি, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য এ্যাডঃ গোলাম মোহাম্মদ, কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও পান্টি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক উম্মে সালমা পারভীন রুনা, উপজেলা কৃষক দলের আহŸায়ক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ প্রমূখ।
দেড় ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় কুমারখালীর রাজনীতি, সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা, দলীয় গ্রæপিং, ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক কাজ প্রভৃতি বিষয় উঠে আসে। বিএনপি নেতৃবৃন্দ কুমারখালী-খোকসার উন্নয়নে তাদের পাশে থাকার জন্য সাংবাদিকদের আহŸান জানান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নেতারা বলেন, বিএনপি একটি বড় দল- গ্রæপিং থাকায় স্বাভাবিক। তবে জাতীয় নির্বাচনের সময় সবাই ধানের শীষের পক্ষে কাজ করবো। নেতৃবৃন্দ সোস্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া আ‘লীগের সাবেক দু‘জন এনপির সাথে কয়েকটি ছবির বিষয়ে ব্যখ্যা করে বলেন, ব্যবসায়ীক ও সামাজিক অনুষ্ঠানের ছবিকে রাজনৈতিক উদ্যেশ্য প্রনোদিতভাবে ব্যবহার করে একটি পক্ষ বাহবা কুড়ানোর চেষ্টা করছে। জেলা কমিটিকে বিষয়টি অনেক আগেই অবগত করার মাধ্যমে সমাধান হয়েছে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মোহাম্মদ শেখ সাদী তার রাজনৈতিক জীবনের শুরু এবং বর্তমান দায়িত্ব সম্পর্কে বিস্তারিত বর্ননা দিয়ে বলেন, কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতিতে তার যাত্রা শুরু। এরপর ব্যবসায়ীক প্রয়োজনে ঢাকায় অবস্থান ও কেন্দ্রীয় রাজনীতির সাথে তার সম্পৃক্ততা হয়। তিনি বলেন, এলাকার কয়েক হাজার যুবককে তিনি চাকুরীর ব্যবস্থা করেছেন। সামাজিক কাজের সাথের তার সম্পৃক্ততা প্রচুর যা দৃশ্যমান।
এ্যাডঃ গোলাম মোহাম্মদ বলেন, কুষ্টিয়া বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে আমি অন্যতম। কে কি করেছে, কীভাবে দলে এসেছে সব আমি জানি। তিনি সামান্য মত পার্থক্য ভুলে শহীদ জিয়ার বিএনপির প্রকৃত কর্মী হওয়ার জন্য সবার প্রতি আহŸান করেন। পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন বলেন, ছোটখাটো বিষয় নিয়ে গ্রæপিং ভালো কিছু বয়ে আনেনা। আমরা জিয়ার সেনিক এটাই বড় পরিচয়।
মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের মধ্যে মাহমুদ শরীফ, কাজী সাইফুল, হাসান আলী, আতাউর রহমান সুজন, মুস্তাফিজুর রহমান রিগ্যান, শামীম আহমেদ, তুহিন খন্দকার, এম এ উল্লাস, মোশাররফ হোসেন, মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।










