রাজনীতি

মনোনয়ন বানিজ্য করতে পারেনি বলে বিএনপি নির্বাচনে আসেনি বললেন আইনমন্ত্রী

মনোনয়ন বানিজ্য করতে পারেনি বলে বিএনপি নির্বাচনে আসেনি  বললেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেন,যখন বানিজ্য করার দরকার পরে তখন তারা নির্বাচন করতে আসে, এখন তাদের এইসব মানুষ ধরে ফেলেছে। যখন বানিজ্য করতে পারে না তখন বিএনপি বলে তারা নির্বাচনে আসবে না। শনিবার ৩০ ডিসেম্বর বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন ২০১৮ সালে বিএনপি নির্বাচন করতে এসে তারা মনোনয়ন বানিজ্য শুরু করেছে। তারা একেক জায়গায় ২-৩ জন করে প্রার্থী ধার করিয়াছে। যখন বানিজ্য করার দরকার পরে তখন তারা নির্বাচন করতে আসে, এখন তাদের এইসব মানুষ ধরে ফেলেছে। যখন বানিজ্য করতে পারে না তখন বিএনপি বলে তারা নির্বাচনে আসবে না। আইনমন্ত্রী আনিসুল হক বলেন ২০২৪ সালের ৭ জানুয়ারীর নির্বাচন বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়ে সারা বিশ্বকে দেখাবেন আমাকে আপনারা ভালোবাসেন।

আনিসুল হক গনতন্ত্রের যে প্রক্রিয়া গনতন্ত্র যেভাবে চলে, সঠিক ভাবে গনতন্ত্র চলছিল বলেই বাংলাদেশের উন্নতি হচ্ছে আর তারা এসব গণতন্ত্রান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করতে চায় না। বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করে। তারা ট্রেনে আগুন দিয়ে ৩ বছরের শিশুকে মেরেছে।মিঃ হক বলেন আমার বিরুদ্ধে কোন শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি কেন প্রত্যেক ইউনিয়নে মিটিং করছি। এর কারণ হলো আমি আখাউড়া-কসবাবাসীকে ভালোবাসি। আমি এও জানি আপনারা আমাকে ভালোবাসেন।

নির্বাচন মুখ্য নয়, এই ভালোবাসার টানেই আমরা পরস্পর পরস্পরকে দেখতে যাই। ১০ বছর আপনাদের সেবা করে উন্নয়ন করেছি। সন্তানের দাবীতে ভোট দাবি করছি। ভালোবাসার দাবীতে আপনাদের ভোট চাই।মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আতাউর রহমান নাজিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ. মতিন প্রমুখ।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: