জাতীয়

নয়াপল্টনের বিকল্প খুঁজতে বলল পুলিশ যা জানাল বিএনপি

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশ করতে চাইলেও তাদের কাছে বিকল্প দুটি স্থানের নামসহ সাত তথ্য চেয়েছে ঢাকা মহানগর পুলিশ। তবে নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানেই রয়েছে দলটি।

গতকাল বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে চিঠির মাধ্যমে এসব তথ্য জানতে চাওয়া হয়েছে।সমাবেশের বিকল্প জায়গা খোঁজার জন্য পুলিশের চিঠির বিষয়ে আজ বৃহস্পতিবার রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করবে।

এ কথা আজ লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে।বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে ২৮ অক্টোবরেই আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি সমাবেশের’ অনুমতি চেয়েছিল।

গতকাল বুধবার তাদের কাছেও দুটি বিকল্প স্থানের নাম চেয়েছে পুলিশ। আওয়ামী লীগ অবশ্য পুলিশের চিঠির জবাবে এখনো কিছু বলেনি।দুটি দলের কাছে বিকল্প স্থানের নাম চাওয়ার কারণ হিসেবে পুলিশ ‘জননিরাপত্তার কারণ’ তুলে ধরেছে।

আগামী ২৮ অক্টোবর শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে সমাবেশ করার জন্য পুলিশকে চিঠি দেয় বিএনপি। তাদের চিঠির জবাবে বিকল্প দুটি স্থানের নামসহ সাত তথ্য চেয়েছে পুলিশ।

সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে, সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কি না–সহ সাতটি তথ্য। পাশাপাশি জননিরাপত্তার কারণে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হলে কোথায় হতে পারে-এমন বিকল্প চাওয়া হয়েছে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া রিজভীকে এ চিঠি দিয়েছেন। এর জবাবে নয়াপল্টনেই তাদের মহাসমাবেশ করার কথা পুলিশকে জানিয়েছে বিএনপি।