16 June 2025 , 9:59:42 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ,
কুষ্টিয়ার কুমারখলীতে পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের বছর পূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুমারখালী এ্যাসোসিয়েশনের আয়োজনে এউপলক্ষে উপজেলার কাজীপাড়া দোয়েল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে। র্যালী পরবর্তীতে হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুমারখালী পল্লি চিকিৎসক এ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির আফজাল হোসাইন।
সভায় অন্যান্যের মধ্যে নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারখালী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার বিশ্বাস উজ্জল প্রমূখ বক্তব্য রাখেন।







