15 June 2025 , 7:46:10 প্রিন্ট সংস্করণ
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ইরান।
রোববার (১৫ জুন) দেশটির আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরক ও ইলেক্ট্রিক ডিভাইস প্রস্তুত করার সময় এই দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ইসরায়েলের সাথে কয়েক দশক ধরে চলা ছায়াযুদ্ধে লিপ্ত আছে ইরান। এর প্রেক্ষিতে মোসাদের সাথে জড়িত থাকার অভিযোগে অসংখ্য ব্যক্তিকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
বিশেষ করে যাদের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচিকে দূর্বল করার লক্ষ্যে নাশকতা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগ রয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি।








