আন্তর্জাতিক

কয়েকটি কেন্দ্রে চলছে পুননির্বাচন পাকিস্তানের

কয়েকটি কেন্দ্রে চলছে পুননির্বাচন পাকিস্তানের

পাকিস্তানের খুশাব, কোহট ও ঘোটকির কয়েকটি কেন্দ্রে পুনর্নির্বাচন চলছে। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ৮ ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনের দিন ওই সব অঞ্চলের কেন্দ্রগুলোতে সহিংসতার ঘটনা ঘটে।

তখন দুর্বৃত্তরা ব্যালট পেপার ছিনতাই করে সেগুলো পুড়িয়ে দিয়েছিল। এর জেরে ওইদিন ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) জানিয়েছে, কোনও প্রকার বিরতি ছাড়াই বিকাল ৫টা পর্যন্ত পুনর্নির্বাচন চলবে।

পূর্ণাঙ্গ ফলাফল জমা দেওয়ার পরই এসব আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।এদিকে পাকিস্তানের সরকার গঠনের জন্য একমত হয়েছে নওয়াজ ও বিলাওয়ালের দল।

দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট হবেন আসিফ আলি জারদারি। ওই সরকারে যোগ দেবে আরও চার রাজনৈতিক দল। দলগুলো হচ্ছে- এমকিউএমপি, পিএমএল-কিউ, আইপিপি ও বিএপি।

নির্বাচনের আগে পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী হিসেবে একাধিকবার নওয়াজ শরিফের নাম শোনা গেলেও তিনি শেষমেশ ছোট ভাই শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন।