2 May 2025 , 7:48:42 প্রিন্ট সংস্করণ
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ
কুমারখালী উপজেলা যুবলীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর এস এম রফিককে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নাশকতা মামলার এই আসামীকে গ্রেফতার করা হয়।
ঈুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ১মে রাত ১০টার দিকে কুমারখালী থানা পুলিশের একটি দল কুমারখালী-যদুবয়রা গড়াই সেতু এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আলোচিত কাউন্সিলর রফিকের নামে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার ২মে সকালে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।
বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ৫আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে যুবলীগ নেতা এস এম রফিক আত্মগোপনে ছিলেন। চলতি বছরের ৯ ফেব্রæয়ারি কুমারখালীর পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার ঘটনায় থানায় মামলা করা হয়। ওই মামলায় রফিককে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রফিকের স্ত্রী আছমা খাতুন বলেন, দুর্বৃত্তরা এস এম রফিককে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে।





