5 April 2025 , 7:10:38 প্রিন্ট সংস্করণ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় ধর্ষনের শিকার শিশুর বাড়িতে আগুন দেবার অভিযোগ উঠেছে ধর্ষকের পরিবারের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে গোপগ্রাম ইউনিয়নের খোদ্দসাদোয়া গ্রামে আগুন দেবার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ধর্ষককে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করার পরের দিন এ ঘটনা ঘটেছে বলে শিশুর পরিবারের দাবী করেছেন। ধর্ষণের শিকার শিশুর চাচা নিপুণ শেখ জানান, চলতি মাসের ১ তারিখে গোপগ্রাম ইউনিয়নের খোদ্দসাধুয়া গ্রামের মৃত ঈমান আলী কবিরাজের ছেলে আফজাল কাজী তার ৮ বছরের ভাতিজীকে পেঁয়াজ কাটার কথা বলে তাদের বাড়িতে নিয়ে যায় এবং সারাদিন কাজ করার পর রাতে শিশুকে বাড়ি পৌঁছে দেবার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রাতে পরিবারের কাউকে কিছু না জানালে পরেরদিন দুপুরে অসুস্থ হয়ে গেলে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর মা খোকসা থানায় ধর্ষণ মামলা করলে থানা পুলিশ ধর্ষককে আটক করেন। ধর্ষক আফজাল কাজী আটকের পরের দিন তাদের বসত ঘরে আগুন দেওয়া হয়েছে বলে জানান। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন। আগুনে দেবার বিষয়ে ইতিমধ্যে খোকসা থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, গোপগ্রাম ইউনিয়নের খোদ্দসাদোয়া গ্রামের আফজাল শেখ কৌশলে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর মা ৩ তারিখে মামলা করলে আসামিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়। এবং ধর্ষণের শিকার শিশুর বাড়িতে শুক্রবার গভীর রাতে আগুন লাগার ঘটনায় শিশুর পরিবার ধর্ষকের পরিবারের বিরুদ্ধে আগুন দেবার অভিযোগ দেয়। যার প্রেক্ষিতে ধর্ষকের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে আইনত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।