সাকী মাহবুব পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমেরিকা প্রবাসী বিশিষ্ট দাঈ ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক নায়েব আলী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪এপ্রিল) দুপুর দুইটায় কশবামাজাইল ইউনিয়নের নাদুড়িয়া মহিলা দাখিল মাদ্রাসা জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলার সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হারুন অর রশিদ ।
কশবামাজাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান বকুলের সভাপতিত্বে কশবামাজাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো:নূরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা উপজেলার আমির জননেতা সুলতান মাহমুদ, পাংশা উপজেলা নায়েবে আমির ডক্টর আবুল কালাম আজাদ কলিমোহর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মো:জিয়াউর রহমান, পাট্রা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো :শরি ফুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাংশা উপজেলা শাখার সভাপতি মো:নাইমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধনের শুরুতে কুরআন তিলাওয়াত করেন উপজেলা প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মো:জিলহজ হোসেন।