অপরাধ বার্তা

আসহায় আ.লীগ, ছাড় পাচ্ছেনা ভারতেও

ভারতের কলকাতা থেকে সিলেটের আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে মেঘালয় রাজ্যের ডাউকি থানার পুলিশ। গত রোববার (৮ ডিসেম্বর) ভোরে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পশ্চিম জৈন্তা হিল জেলার একজন ট্রাকচালককে মারধরের অভিযোগে গত মাসে ডাউকি থানায় মামলা হয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান (মুক্তি), সহসভাপতি আবদুল লতিফ (রিপন) ও সদস্য ইলিয়াস হোসেন (জুয়েল)।

চার নেতাকে গ্রেপ্তারের বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী (নাদেল)। ভারতে অবস্থানরত এই রাজনীতিবিদ বলেন, রোববার ভোরে মেঘালয়ের ডাউকি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগে ডাউকি থানায় একজন মামলা করেছেন। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মেঘালয়ের পত্রিকা দ্য শিলং টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার চারজনকে রোববার রাতে কলকাতা থেকে পশ্চিম জৈন্তা হিল জেলার প্রধান শহর জোয়াইয়ে আনা হয়। ট্রাকচালককে মারধরের অভিযোগে ডাউকি থানায় হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কলকাতায় অবস্থানরত সিলেট স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বলেন, ৫ আগস্ট–পরবর্তী সময়ে ওই চার নেতা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে আসেন। সেখানে গিয়ে স্থানীয় পুলিশকে তাদের উপস্থিতির বিষয়টি জানান। তাদের বিরুদ্ধে ট্রাকচালককে মারধরের যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মেঘালয় পুলিশের পশ্চিম জৈন্তা হিল জেলার পুলিশ কর্মকর্তা আমাদের কলকাতা সংবাদদাতাকে বলেন, ‘তাদের বিরুদ্ধে বেআইনি প্রবেশের অভিযোগ রয়েছে।’

অভিযুক্তদের নাম না জানিয়ে ওই কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি পরে দেওয়া হবে এবং সেখানেই জানানো হবে কোন কোন ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।