মাহমুদ শরীফ
সিনিয়র সাংবাদিক হাবীব চৌহান ও রনজক রিজভীর বাবা আলহাজ্ব শেখ মোহা: সেলিমের ৮ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর দুর্গাপুরে নিজ বাস ভবনে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন মুফতি সাব্বির আহমেদ আজহারী, মওলানা নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাহমুদ শরীফ ও মওলানা হাফেজ ইউসুফ আলী। স্মৃতিচারণ করেন কুমারখালী মহিলা কলেজের অধ্যাপক হেলাল উদ্দিন ও সাংবাদিক রনজক রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কালের কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার কুষ্টিয়া ও জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কুষ্টিয়া তৌহিদী হাসান শিপলু, একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক নিজাম উদ্দিন, এইমাত্র ডটকমের এডিটর ইন চিফ মুন্সী তরিকুল ইসলাম, কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও বনিক সমিতির সভাপতি কে এম আলম টমে, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন সরকার, বোধন থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য শহিদুর রহমান রবি, সাংবাদিক কে এম আর শাহীন, বোধন থিয়েটারের সেক্রেটারী জেনারেল আসলাম আলী, কবি ও নাট্যকার লিটন বিন আব্বাস, সমাজ সেবক আশিকুল ইসলাম চপল, কুমারখালী প্রেসক্লাবের সেক্রেটারী সোহাগ মাহমুদ, কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শাহজালাল, এমএন হাইস্কুলের শিক্ষক রবিউল আলম বাব, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী আলিফ চৌধুরী রনি, ফ্যামিলি কেয়ারের পরিচালক সুজয় চাকী, কুমারখালীর সমকাল প্রতিনিধি মিজানুর রহমান নয়ন ও সাংবাদিক মোশাররফ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে তাঁর সুহৃদ সতীর্থদের বিশেষভাবে স্মরণ করা হয়। বক্তারা বলেন, শেখ মোহা: সেলিম এলাকায় একজন সৎজন ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। তিনি ব্যক্তি জীবনে ফার্নিচার শিল্পের বিকাশ ও রুচিশীল নির্মাণে উল্লেখযোগ্য ভুমিকা রাখেন। এ কারণে স্বাধীনতাত্তোর কুমারখালীতে ব্যাপক সুনাম ও পরিচিতিও লাভ করেন তিনি।
শেখ সেলিম ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার রাজহাটের ভাটুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৬৫ সালে তিনি বাংলাদেশে আসেন। প্রথমে খুলনা, এরপর কুষ্টিয়া এবং পরে কুমারখালীতে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্ণাঢ্য জীবনের শেষ ভাগে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। আর ১৫ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে ঢাকা নেয়ার পথে শেষ নি:শ্বাস ত্যাগ করেন রুচিশীল ব্যক্তিত্ব শেখ মোহা: সেলিম।