13 June 2025 , 4:18:02 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার শহরতলীর পাঁচ রাস্তার মোড় এলাকার একটি মার্কের কিছু অংশ অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে মাসুদ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। পারিবারিক সম্পত্তি উদ্ধারে গেলে জাহানারা চৌধুরী নামে এক কানাডা প্রবাসী নারীকে শালীলতাহানী ও প্রাননাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ ওই নারীর।
বৃহস্পতিবার বিকালে শহরে একটি রেষ্টুরেন্টে ভুক্তভোগী কানাডা প্রবালসী জাহানারা চৌধুরী সংবাদ সম্মেলনে জমি আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ করে বলেন, কুষ্টিয়ার আদম ব্যবসায়ী ও মালয়েশিয়াগামী জনবল সরবরাহকারী আতিকুর রহমান মাসুদ প্রতারণামূলকভাবে আমাদের পৈত্রিক জমি দখল করে নিচ্ছেন এবং আমাকে নানাভাবে হুমকি দিয়ে চলেছেন।
সংবাদ সম্মেলনে জাহানারা চৌধুরী আরো জানান, প্রায় ৩৬ কাঠা জমির মধ্যে ৩.১৩৭৫ কাঠা এ্যাজমালী রেখে বাকি জমি ওয়ারিশগণের মধ্যে বিভাজিত হয়। কিন্তু ২০২২ সালের অক্টোবর মাসে ওয়ারিশগণ এ্যাজমালী অংশ থেকে ১০.৪২ কাঠা জমির নাম খারিজ করে নেন। বিষয়টি জানতে পেরে ২০২৩ সালে তারা এসিল্যান্ড কার্যালয়ে আবেদন করে খারিজ বাতিলের দাবি জানান। কিন্তু উল্টো বিবাদী পক্ষ খারিজ বহাল রাখার জন্য জেলা জজ আদালতের যুগ্ম আদালতে মামলা দায়ের করে, যার রায় আসে বাদীপক্ষের (জাহানারাদের) অনুকূলে। জাহানারা আরও অভিযোগ করেন, আতিকুর রহমান মাসুদ আংশিক জমি ক্রয় করেও সম্পূর্ণ জমি আত্মসাৎ করার চেষ্টা করছেন। তিনি মিউটেশন সূত্রে জমি কিনেছেন, ওয়ারিশ সূত্রে নয়। এই বণ্টন মামলা চলাকালীন তিনি জমি কিনেছেন যা সম্পূর্ণ আইন পরিপন্থী ।
সংবাদ সম্মেলনে জাহানারা জানান, হাউজিং এলাকার ফারুক হোসেন খোকা, আতিকের পক্ষ হয়ে তাকে নিয়মিত হুমকি দিচ্ছেন এবং শ্লীলতাহানির চেষ্টা করছেন। চৌধুরী সুপার মার্কেটে চলমান মামলার সাইনবোর্ড থাকা সত্ত্বেও তা তুলে ফেলা হয়েছে। তিনি জানান, তার জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
তিনি জানান, এ ব্যপারে কুষ্টিয়া জেলা পুলিশে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টি তারা তদন্তে রেখেছে। জাহানারা চৌধুরী প্রশাসনের কাছে আবেদন জানান, দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক এবং তাদের পারিবারিক জমির সুষ্ঠু বণ্টন করা হোক।





