বিনোদন

কুমারখালীতে বিখ্যাত ব্যক্তিদের চেহারা দেখে মুগ্ধ নতুন প্রজন্ম

কুষ্টিয়ার কুমারখালীতে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় দেখা মিলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন, ফকির লালন শাহ, মুঘল সস্রাট আকবর, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারসহ অন্তত ৩৮ জন বিখ্যাত ব্যক্তির। তবে তারা আসল নয়, ড্যামি। ড্যামি হলেও তাদের মাধ্যমে দারুন ভাবে ফুটেছে বিখ্যাত এই ব্যক্তিদের অবিকল চেহারা। তাদের দেখে মুগ্ধ নতুন প্রজন্মের দর্শনার্থীরা।
পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ৯ টায় কুমারখালী শিল্পকলা একাডেমি থেকে বার্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার মিকাইল ইসলাম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক কে এম আলম টমে, শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমানসহ সর্বস্তরের মানুষ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ শোভাযাত্রাটি মুল শহর প্রদক্ষিন করে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে শেষ হয়। পরবর্তীতে দই চিড়া খাবার, সাংস্কৃতিক অনু্ষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।