রাজনীতি

কুমারখালী জে এন মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি রবিউল

কুমারখালী জে এন মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারী যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক প্যাডে এই কমিটি প্রকাশ করা হয়।

উক্ত কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, কুষ্টিয়া জজ কোটের এপিপি ও ছাত্র শিবিরের সাবেক জেলা সেক্রেটারি অ্যাডভোকেট রবিউল ইসলামকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও মাসুদ রানা শিক্ষক সদস্য, মজিবুর রহমান অভিভবক সদস্য ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিককে সদস্য সচিব মনোনিত করা হয়েছে।

এদিকে মঙ্গলবার ৪ই ফেব্রুয়ারী সকালে উক্ত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম, উপজেলা জামাতের নায়েবে আমির আফজাল হুসাইন, বিশিষ্ট সমাজ সেবক কামাল হেসেন, কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, বিশিষ্ট ব্যাবসায়ী- আকমল হোসেন মোল্লা, মাওলানা শহিদুল ইসলাম, শফিকুল আলম। জুয়েলার্স এ্যাসেশিয়েশন কুমারখালি এর নির্বাহী সদস্য আনোয়ার হুসাইন, ইসলামী ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম, ডা: গোলাম মোস্তফা প্রমুখ।

সে সময় প্রতিষ্ঠানকে একটি সুন্দর ও স্বচ্ছ শিক্ষার পরিবেশ তৈরীর বিষয়ে আলোচনা করা হয়। সে সময় বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।