লাইফ স্টাইল

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ঘরোয়া উপাদান জেনেনিন

গরমের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রোদের তীব্রতা। যতই সানস্ক্রিন মেখে বাইরে যাওয়া হোক না কেনো, কম-বেশি ট্যান পড়বেই। আর সবাই চায় ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে।

রোদে পোড়া ত্বক থেকে দাগ তোলা কিন্তু খুব কঠিন কাজ নয়। ঘরে থাকা কিছু উপাদানেই লুকিয়ে আছে জাদুকরী সমাধান, আর এসব উপকরনের মাধ্যমে সহজেই ঘরে বসে সমস্যার সমাধান করা যায়।

১) লেবুর রস এবং মধু : লেবুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচ, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক কার্যকরি। পাশাপাশি, মধু ত্বকের আর্দ্রতাও বজায় রাখে। তবে এই মিশ্রণ প্রতি দিন ব্যবহার না করাই ভালো। সপ্তাহে দুই থেকে তিন বার এই মিশ্রণ মাখলেই যথেষ্ট। ত্বক থেকে রোদের কালচে দাগ, ছোপ দূর করতে গোসলের আগে এই মিশ্রণ মেখে রেখে দিন। ১০ থেকে ১৫ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

২) শসা এবং টক দইয়ের মাস্ক : রোদে পোড়া ত্বক থেকে দাগ-ছোপ দূর করতে এবং জ্বালাভাব কাটাতে শসা ও দইয়ের প্যাক বিশেষ ভাবে কার্যকর। কয়েক টুকরো শসা এবং এক টেবিল চামচ দইয়ের মিশ্রণ গোসলের আগে গায়ে মেখে নিলে এই সমস্যা দূর করা যায় সহজেই।

৩) পেঁপে এবং মধুর প্যাক : পেঁপের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার উৎসেচক। যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। সঙ্গে মধু, ত্বকের আর্দ্রতা বজায় রাখে। পাকা পেঁপের সঙ্গে মধু ব্লেন্ড করে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। ২০ থেকে ৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪) আলুর রস : শুধু রোদে পোড়া দাগ নয়, ত্বকের যে কোনও দাগ ছোপ নির্মূল করতে আলুর রস দারুণ ভাবে কাজ করে। আলু ছেঁচে নিয়ে তার থেকে রস বের করে নিন। এর মধ্যে তুলা ডুবিয়ে পোড়া জায়গায় লাগিয়ে রাখুন আলুর রস। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৫) টমেটো এবং মধু প্যাক : অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর টমেটো ত্বকের কালচে ছোপ দূর করতে সাহায্য করে। লেবুর রসের মতো টমেটোতেও প্রাকৃতিক ব্লিচ রয়েছে, যার ফলে খুব সহজেই রোদে পোড়া দাগ উঠে যেতে পারে।

আরও খবর

Sponsered content