7 September 2024 , 12:08:34 প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ প্যানেল ঘিরে বৈষম্যের শিকার হয়েছেন- এমন অভিযোগ তুলে সেই প্যানেল প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন ১০০১ জন চিকিৎসক। শুক্রবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিবৃতিতে চিকিৎসকরা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও চিকিৎসাসেবার গুণগতমান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেল আমাদের বৈষম্যের শিকার চিকিৎসক সমাজের দৃষ্টিগোচর হয়েছে।
আমরা বৈষম্যের শিকার চিকিৎসক সমাজ এই ধরনের কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু যে প্যানেলকে মনোনীত করা হয়েছে তা সর্বোতভাবে প্রত্যাখ্যান করছি। বিবৃতিতে তারা বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক রক্তক্ষয়ী আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে দেশে এক ফ্যাসিস্ট সরকারের হাত থেকে নবজাগরণ হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা আত্মাহুতি দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে স্বাস্থ্য কাঠামো সংস্কারের জন্য যে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে- তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
আমরা চিকিৎসক সমাজ এই প্যানেলের ব্যক্তিদেরকে দেখে বিস্মিত ও হতবাক। এই প্যানেলের আহ্বায়ক এক-এগারোর সুবিধাভোগী। প্যানেলের সদস্যসচিব বিগত ফ্যাসিস্ট সরকারের ধারক ও বাহক। অন্যান্য বেশিরভাগ সদস্যরা সরাসরি বিগত সরকারের সুবিধাভোগী। আমরা দ্বর্থহীন ভাষায় বলতে চাই, এই ঘোষিত কমিটি ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের চেতনার সুস্পষ্ট পরিপন্থি। চিকিৎসক সমাজ এই কমিটিকে প্রত্যাখ্যান করছে।বিবৃতিদাতারা আরও বলেন, ‘আমরা বলতে চাই, অতিদ্রুত এই কমিটি বাতিল করে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশকারী চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব রেখে কমিটি পুনঃগঠন করে আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করুন।
বিবৃতিতে স্বাক্ষরকারী চিকিৎসকদের মধ্যে রয়েছেন- অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, অধ্যাপক ডা. বায়েছ ভূঁইয়া, অধ্যাপক ডা. মওদুদুল আলামগীর পাভেল, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. এনএ কামরুল আহসান, অধ্যাপক ডা. আজিজ রহিম, অধ্যাপক ডা. শামিমুর রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. হারুন-আল-রশিদ, অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. মো. শাহাদাত হোসেন, ডা. শাখাওয়াত হোসেন জীবন, ডা. শহিদুল আলম, ডা. মো. আব্দুস সালাম, ডা. শহিদ হাসান, অধ্যাপক ডা. আব্দুল মান্নান মিয়া, ডা. মো. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. মঞ্জুর রহিম, ডা. মো. ওবায়দুল কবীর খান, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. এমএ সেলিম, ডা. ওয়াসিম হোসেন, ডা. মো. খবীর উদ্দিন পাটওয়ারী, ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী, ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. নিলুফার বেগম, অধ্যাপক ডা. সাইদুর রহমান, অধ্যাপক ডা. রুহুল আমিন, ডা. একেএম মুসা, ডা. নিখিলেন্দু গুহ রায়, ডা. শেখ আকতারুজ্জামান, ডা. আমিরুজ্জামান খান লাভলু, ডা. শাহ্ মো. হাফিজুর রহমান মুজাহিদ, ডা. আসফারুল হাবীব রোজ, ডা. মো. আব্দুল মুত্তালিব, ডা. মোফাখ্খারুল ইসলাম, ডা. খায়রুল ইসলাম, ডা. নাজমুল হোসেন, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. খালেকুজ্জামান বাদল, ডা. আবু হাসান লাল্টু, ডা. হাসান জাফর রিফাত, ডা. রেহান উদ্দিন খান, ডা. এমএ কামাল, ডা. মো. আবুল কেনান, ডা. সাইফ উদ্দিন নেছার আহমেদ তুষান, ডা. মজিবুল হক দোয়েল, ডা. সায়েফউল্লাহ, ডা. মোস্তফিজুর রহমান শামীম, ডা. মো. ওয়াসিম, ডা. মো. আবুল কালাম, ডা. হাফিজুর রহমান, ডা. শামসুজ্জামান সরকার, ডা. মো. ইসকান্দার, ডা. মো. আলিমুজ্জামান, ডা. আলী আকবর হাওলাদার, ডা. আব্দুস সামাদ আজাদ খোকন, ডা. মোস্তাফিজুর রহমান শামীম, ডা. আহমেদুর রহমান আবদাল, অধ্যাপক ডা. আমিনুল ইসলাম, ডা. ফিরোজ খান, ডা. হাবিবুর রহমান, ডা. ফরিদ আহমেদ, ডা. আজহারুল হক, ডা. নাজমুল ইসলাম, ডা. নজরুল ইসলাম, ডা. মাহমুদুল হক সরকার, ডা. আনোয়ারুল আজিম, ডা. জিয়াউর হক, ডা. মো. মশিউর আরেফিন, ডা. মো. ওয়াসীম, ডা. শাহরিয়ার মো. কবির হাসান, ডা. মোহাম্মদ আল আমিন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. জাভেদ হোসেন, ডা. নাজমুল আহসান সিদ্দিক রুবেল, ডা. মোহাম্মদ ইব্রাহিম, ডা. মো. আমিনুর রহমান, ডা. আবু তাহের মোহাম্মদ নুরুন্নবী শাহ্, ডা. মোহাম্মদ হারুন-উর-রশিদ খান, ডা. মো. আলী আহসান সিদ্দিক, ডা. মো. সাজ্জাদুর রহমান, ডা. মো. সাইফুল ইসলাম সিরাজী, ডা. খন্দকার আসাদুজ্জামান, ডা. এসএম ইফতেখারুল ইসলাম, ডা. মোহাম্মদ জাকির হোসেন, ডা. কাজী শামীম আল মামুন, ডা. একেএম আনিসুজ্জামান চৌধুরী, ডা. রফিক আহমেদ, ডা. মো. মাসুদুর রহমান, ডা. খালেদমাহমুদ, ডা. মোহাম্মদ সাদিকুল আমিন, ডা. শাহ মোহাম্মদ হাফিজুর রহমান, ডা. মোহাম্মদ ইমরানুর রহমান ডা. মো. নজরুল ইসলাম, ডা. মো. আবদুল মতিন, ডা. মো. রেজাউল ইসলাম, ডা. মোহাম্মদ হারুনর রশীদ হাওলাদার, ডা. মির্জা গোলাম সারওয়ার, ডা. মো. আনিসুর রহমান হাওলাদার, ডা. আনিসুর রহমান ভূঁইয়া, ডা. আহমেদ মানাদির হোসেন, ডা. আহাম্মদ মনজুরুল আজিজ, ডা. সৈয়দ আবুল ফয়েজ, ডা. মোহাম্মদ ছাইয়েদুর রহমান, ডা. মাহমুদুল হাসান বান্না, ডা. মোহাম্মদ তৌহিদুল ইসলাম খান, ডা. এবিএম ফারহান ইমতিয়াজ, ডা. মো. সফিকুল ইসলাম, ডা. মো. আঈনুল ইসলাম খান, ডা. মো. নুরুল ইসলাম, ডা. সৈয়দা মেহনাজ, ডা. মোছা. নাজনীন সরকার, ডা. সজীব মুহাম্মদ রায়হান, ডা. আতিকুল হক মজুমদার, ডা. মো. জোবায়ের মিয়া, ডা. আফসানা রওশন, ডা. আয়েশা সিদ্দিকা, ডা. মোছা. উম্মেহানী, ডা. নাফিস জাফরীন, ডা. ফাহমিদা বায়েছ কাকন, ডা. সালমা আক্তার, ডা. তানিয়া ফেরদৌস সেতু, ডা. খন্দকার তাফরিহা রহমান, ডা. সানজিদা মাহমুদ, ডা. জান ই আলম মৃধা, ডা. মোহাম্মদ মাসুদ রানা, অধ্যাপক ডা. জিম্মা হোসেন, ডা. মো. সহিদুর রহমান, ডা. আবু নাঈম মোহাম্মদ সাইফুল্লাহ, ডা. এমএম শাহীন-উল-আলম
ডা. এসএম আখতারুল আলম, ডা. রাবেয়া সুলতানা, ডা. শার্কিয়া খানম রোজী, ডা. আবু বকর মো. মোস্তফা, ডা. মো. আতিকুল ইসলাম, ডা. এসএম শফিউল আজম চৌধুরী, ডা. মো. আবু বকর সিদ্দিক, ডা. মো. আবদূর রব, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. মো. সফিকুল ইসলাম, ডা. এসএম আব্দুল আউয়াল, ডা. এনামুল কবীর, ডা. মো. আলমগীর কবীর, ডা. মো. শাহরিন তরফদার, ডা. মো. শামসুল আলম, ডা. মো. আব্দুল আওয়াল, ডা. মো. হায়দার আলী খান, ডা. আ ন ম নাজমুল হক, ডা. বিনয় কুমার দাস, ডা. সৈয়দ আতিকুর রহমান, ডা. মোহাম্মদ আনোয়ার শাহাদাত, ডা. আব্দুল্লাহ আল মাসুদ, ডা. শওকত মামুন, ডা. মো. ওয়াজেদ আলী, ডা. বিনয় কুমার দাস, ডা. আল এহসান উন নবী, ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. রুমানা আক্তার, ডা. মো. মাহবুব আলম, ডা. মো. শামীমুর রহমান, ডা. মো. নূর নবী, ডা. কাজী নূর সিতান, ডা. মো. সাজ্জাতুল মামুন, ডা. নিতীশ কুমার দাসসহ ১০০১ জন চিকিৎসক।