ভিন্ন স্বাদের খবর

সবচেয়ে ছোট্ট জেলখানা বিশ্বের

ছোট্ট দুটি ঘর, নেই কোনো জানালা। একটি ঘরের আয়তন ৬ ফুট বাই ৬ ফুট আর অন্যটি ৬ ফুট বাই ৮ ফুট। সঙ্গে রয়েছে ৩ ফুট চওড়া ছোট্ট একটি করিডোরÑএই হলো বিশ্বের সবচেয়ে ছোট জেলখানা।

এটি সার্ক নামে ছোট্ট একটি দ্বীপে অবস্থিত। এ কারণে এটি সার্ক প্রিজন নামে পরিচিত। জেলটি এখনো ব্যবহৃত হয়। দক্ষিণ-পশ্চিম ইংলিশ চ্যানেলে রয়েছে বেশ কিছু দ্বীপ। সেগুলোকে একসঙ্গে বলে চ্যানেল আইল্যান্ড।

তারই একটি হলো সার্ক দ্বীপ। খবর ডেইলি মেইলের।সার্ক দ্বীপের আয়তন মাত্র ২.১ বর্গমাইল। এই দ্বীপে ৫০০ জনের বাস। এখানে অবস্থিত জেলখানাটি ১৮৫৬ সালে নির্মাণ করা হয়।

এই জেলের সেলের মধ্যে রয়েছে একটি করে কাঠের তক্তার খাট। তার ওপর পাতলা তোশক। কোনো অপরাধীকে ২ দিনের মতো আটক রাখার প্রয়োজন হলে এই জেল ব্যবহার করা হয়। এর দায়িত্বে রয়েছেন দুজন পুলিশ।

বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এই দ্বীপে ঘুরতে আসেন। মূলত নেশাগ্রস্ত পর্যটকদের আটকে রাখার জন্য ব্যবহার করা হয় এই ছোট্ট জেল। এই দ্বীপে কোনো মোটরগাড়ি নেই। মানুষ বাইসাইকেল, ট্রাইসাইকেল, ঘোড়া বা বলদে টানা গাড়ি ব্যবহার করে।