ভিন্ন স্বাদের খবর

প্রেমিককে ফেরাতে কালো জাদু ১১ লাখ টাকা খোয়ালেন তরুণী

প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন ২৫ বছরের এক তরুণী। প্রেমিককে ছাড়তে নারাজ তিনি। প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা না হওয়ায় অনলাইনে এক জ্যোতিষীকে খুঁজে পান। আহমেদ নামের ওই জ্যোতিষী জানান, তরুণীর উপরে কালো জাদু করা হয়েছে, যা তুলতে ৫০১ টাকা লাগবে।

কিন্তু ৫০১ টাকা দিতে গিয়েই ১০ লাখ ৮০ হাজার টাকা খোয়ালেন ওই তরুণী।ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের বেঙ্গালুরুতে। জালাহালি এলাকার বাসিন্দা ওই তরুণী। জ্যোতিষী তরুণীর কাছে তার পরিবার ও বন্ধুদের ছবি চান। কয়েকদিন পর জ্যোতিষী বলেন, প্রাক্তন প্রেমিককে ফিরে পেতে কালো জাদু করে দেবেন।

এজন্য তিন লাখ টাকা লাগবে।আবার কয়েক দিন পর জ্যোতিষী আড়াই লাখ টাকা দাবি করেন জ্যোতিষী। এতে সন্দেহ হয় তরুণীর। টাকা দিতে অস্বীকার করতেই জ্যোতিষী তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেন তিনি।

বাধ্য হয়ে আবারও সাড়ে ৫ লাখ টাকা দিতে হয় তরুণীকে।একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে পুলিশের কাছে যায় তরুণীর পরিবার। এরপরই জালাহালি থানায় মামলা করেন তরুণী। অভিযুক্ত জ্যোতিষীর খোঁজ করছে পুলিশ।

আরও খবর

Sponsered content