14 September 2023 , 2:58:03 প্রিন্ট সংস্করণ
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এবার বাবাদের নিয়ে আবেগঘন বার্তা দিলেন আসিফ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে বড় ছেলে শাফকাত আসিফ রণ ও তার স্ত্রী ইসমত শেহরীন ঈশিতার একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন আসিফ। ছবিতে বেশ হাস্যোজ্জ্বলভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন রণ ও তার স্ত্রী।
পাঠকদের সুবিধার জন্য আসিফের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
বাবার কাছে টাকা থাকলে সন্তানের জন্মদিন পালিত হয় ঘটা করে, টাকা না থাকলে সন্তানের কাছে কঠিন অবয়ব ধারন করে নিজের কাছ থেকেই পালিয়ে বেড়ায় সেই বাবাটাই।
আমাদের বড় ছেলে শাফকাত আসিফ রণ তার সাতাশটি বসন্ত অতিক্রম করে ফেললো। সে সস্ত্রীক কানাডায় থাকে। বেগম সালমা আসিফ এবং মেয়ে আইদাহ্ আবুধাবী থেকে টরন্টোর পথে।
আমি আছি স্পেনে, ছোট ছেলে শাফায়ত রুদ্র ঢাকায় ব্যস্ত তার অনার্স ফাইনাল নিয়ে।সংগ্রামী সময়ে জন্মদিনের আনন্দ আর সফল সময়ের জন্মদিনের আনন্দে সৃষ্টি হয়ে যায় যোজন যোজন দূরত্ব।
আনন্দ করার সামর্থ্য হলে একত্রিত হওয়ার সক্ষমতা হারিয়ে যায় সময়ের অতলে। প্রতিটি যাপিত জীবনে চলতেই থাকে এইসব দিনরাত্রি সিরিয়াল… শুভ জন্মদিন শাফকাত আসিফ রণ। আনন্দে বাঁচো বাবা… ভালবাসা অবিরাম…