লাইফ স্টাইল

যেভাবে কাঁচা আম সংরক্ষণ করবেন

প্রাচীনকাল থেকেই গ্রামীণ জীবনের একটি অংশ ফলের রাজা আম। এমনকি বাংলার অনেক আচার–অনুষ্ঠানও আছে, যা আমকেন্দ্রিক। কিন্তু এই আম সারাবছর মেলা ভার। তাই চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন খুশি মতো যতো দিন ইচ্ছে।

চলুন জেনে নিই কাঁচা আম সংরক্ষণ করবেন যেভাবে-

১. দীর্ঘদিনের জন্য কাঁচা আম সংরক্ষণ করতে চাইলে ফুটন্ত পানিতে চার টুকরো করা আম ছেড়ে দিয়ে কয়েক মিনিট পর তুলে নিতে হবে।

২. ফ্রিজে সংরক্ষণ করতে না চাইলে প্রথমে রোদে শুকিয়ে ভালো মানের শর্ষের তেলে ডুবিয়ে রেখে আম অনেক দিন সংরক্ষণ করতে পারবেন।

৩. অল্প কিছু দিনের জন্য আম সংরক্ষণ করতে চাইলে লবণ ও হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: