17 March 2024 , 12:59:27 প্রিন্ট সংস্করণ
দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি নাকি দেড় বছর আগে ২৪টি নাটকে কাজ করার বিনিময়ে ৫০ লাখ টাকা নিয়ে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।
গত বছরের ৩১ অক্টোবরের মধ্যেই তিন দিন করে প্রযোজনা সংস্থাকে শুটিংয়ের জন্য সময় দেওয়ার কথা ছিল অপূর্বর। কিন্তু তিনি ২৪টির পরিবর্তে মাত্র ৯টি নাটকে কাজ করে সাফ জানিয়ে দেন, তারপক্ষে বাকি ১৫টি নাটকে কাজ করা সম্ভব না।
অপূর্ব বলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৫ দিন শুটিংয়ের জন্য সময় দেবেন। তার কথা মতো প্রযোজনা সংস্থা শুটিংয়ের আয়োজন করে, কিন্তু অপূর্ব যাননি। যে কারণে প্রযোজনা সংস্থার অনেক টাকা ক্ষতি হয়। তাই তারা অভিনেতাকে আইনি নোটিশ পাঠায়।
এ ব্যাপারে অপূর্ব জানান, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। এটা আমার জন্য সম্মানহানিকর। অর্থ আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।
তিনি আরও বলেন, ‘বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ায় আছে, তাই আমি বেশি কথা বলতে চাই না। যা বলার আমার আইনজীবী বলবেন।