ভিন্ন স্বাদের খবর

পাস করিয়ে দিন না হলে বিয়ে দিয়ে দেবে

পাস করিয়ে দিন না হলে বিয়ে দিয়ে দেবে

বাবা পেশায় একজন কৃষক। পরিবারের সামর্থ্য নেই পড়ানোর। এবার পাস না করলে বিয়ে দিয়ে দেবে। তাই দয়া করে যেন পাস করিয়ে দেওয়া হয়। ভারতের বিহারের দশম শ্রেণির এক ছাত্রী পরীক্ষার খাতায় এমনই অনুরোধ করলেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়, বিহারের আরা মডেল স্কুলের খাতা দেখছিলেন পরীক্ষক। তখনই তার নজরে আসে ওই লেখা। পরীক্ষার্থী কিশোরী লিখেছেন, ‘আমার বাবা একজন কৃষক।

আমাদের পক্ষে শিক্ষার ভার বহন করা সম্ভব হচ্ছে না। আর তাই তারা চান, আমরা যেন পড়াশোনা না করি। বলেই দেওয়া হয়েছে, ভালো নম্বর না পেলে আর পড়ানো হবে না এবং বিয়ে দিয়ে দেওয়া হবে।

আমার সম্মান বাঁচান। আমি এক দরিদ্র পরিবারের মেয়ে।স্বাভাবিকভাবেই এমন লেখা পড়ে অবাক পরীক্ষকরা। তাদের দাবি, যে যা ইচ্ছে লিখতে পারে। কিন্তু এর সঙ্গে নম্বরের কোনও সম্পর্ক নেই।

এক শিক্ষক বলেন, ‘আমরা ওদের পাস করাতে পারব না। কেবল সঠিক উত্তর হলেই নম্বর দেওয়ার সুযোগ থাকে। এমন কথা লিখলে তা কেটে দিয়ে শূন্য দেওয়া ছাড়া আর উপায় নেই।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: