খেলাধুলা

দাসুন শানাকাকে ফেরালেন হাসান

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। ধনঞ্জয়া ডি সিলভার উইকেট যাওয়ার পর মাঠে নেমেছিলেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। পিচে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন লংকার এই ব্যাটার। এই সময় ৩২ বলে ২৪ রান করেন দাসুন।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৪৭ ওভারে ছয় উইকেটে হারিয়ে ২২৬ রান।এর আগে শ্রীলংকার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আফিফ হোসেনের পরিবর্তে দলে ঢুকেছেন নাসুম আহমেদ। অন্যদিকে টানা ১৩তম জয়ের ধারা অব্যাহত রাখতে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে শ্রীলংকা।

শনিবার টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন লংকানদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে।ম্যাচের শুরুতেই তাসকিনের গতিতে লেগ বিফরের ফাঁদে পড়েছিলেন পাথুম নিশাঙ্কা। তবে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নিয়ে সে দফায় বেঁচে যান তিনি।

পঞ্চম ওভারের বোলিং করতে আসেন হাসান মাহমুদ। ওারের প্রথম দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান করুণারত্নে। তৃতীয় বলেই হাসানের বাউন্সে মুশফিকের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ১৭ বলে ১৮ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।এরপর ক্রিজে আসেন কুশল মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে ৭৪ রানের জুটি গড়েছেন পাথুম নিশাঙ্কা।

তবে ম্যাচের ২৪তম ওভারে শরিফুলের পেসে লেগ বিফরের ফাঁদে পড়েন নিশাঙ্কা। সাজঘরে ফেরার আগে ৪০ রান করেন এ লংকান ওপেনার।তার বিদায়ে উইকেটে আসেন সাদিরা সামারাবিক্রমা। এরপর ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে নেন কুশল মেন্ডিস। অবশ্য ফিফটির ইনিংস লম্বার করতে পারেননি। ম্যাচের ২৬তম ওভারে তাসকিনের ক্যাচ বানিয়ে মেন্ডিসকে সাজঘরে ফেরান শরিফুল।

আউট হওয়ার আগে ৭৩ বলে ৫০ করেন তিনি।এরপর বাইশ গজে আসেন চারিথ আশালঙ্কা। তিনিও বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি। তাসকিনের স্লোয়ারে তুলে মারতে চেয়েছিলেন আশালঙ্কা। কিন্তু টাইমিং হয়নি। মিড অনে থাকা সাকিব তার ডানদিকে ছুটে নিয়েছেন ভালো ক্যাচ। আশালাঙ্কা থেমেছেন ২৩ বলে ১০ রান করে।

মাঠে নামেন ধনঞ্জয়া ডি সিলভা। তিনিও চেষ্টা করেছেন দলীয় স্কোর বাড়ানোর। কিন্তু তার চেষ্টা সফল হয়নি। কাট করতে গিয়ে হাসান মাহমুদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন তিনি। এই সময় ১৬ বলে ৬ রান করেন ডি সিলভা।