28 February 2024 , 12:40:13 প্রিন্ট সংস্করণ
যুদ্ধ বন্ধের আলোচনা করতে সৌদি আরব সফরে গেলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির প্রেসিডেন্ট। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তিনি সৌদি আরব অবতরণ করেন বলে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার রূপরেখা নিয়ে যুবরাজের সঙ্গে আলোচনায় অংশ নিতে সৌদি সফরে গেছেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট।
এদিনই তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে সৌদি আরব। তাই মধ্যস্থতাকারী হিসেবে সৌদিকে নিয়ে আশাবাদী জেলেনস্কি।
জেলেনস্কি তার টেলিগ্রামে লিখেছেন, প্রথম শান্তি সম্মেলন আয়োজনের খুব কাছাকাছি রয়েছি আমরা। আমরা সৌদি আরবের সক্রিয় সমর্থনের ওপর ভরসা রাখতে পারি।
এছাড়া বন্দিদের ও জোর করে নিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।