20 February 2024 , 12:39:28 প্রিন্ট সংস্করণ
ঢাকার এক অবিস্মরণীয় চলচ্চিত্রের নাম ‘মাসুদ রানা’। পর্দার অভিযানে সেই মাসুদ রানা- এর ৫০ বছর..। মাসুদ পারভেজ অর্থাৎ সোহেল রানা-এর নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ এবং বাজিমাত ; দিনে দিনে পর্দার এই বৈচিত্র্যময় মানুষটি সকলের কাছে হয়ে ওঠেন অসাধারণ।
সেই সোহেল রানা-এর ৭৮তম জন্মদিন ২১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে চ্যানেল আই-এর পদার্য় সোহেল রানাকে নিয়ে নির্মিত ‘একজনই সোহেল রানা’ অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায়।
সোহেল রানার সঙ্গে কথপোকথনে ওঠে এসেছে অকপটে একান্ত কিছু কথা যা, এতদিন সবারই ছিল অজানা।শনিবার চ্যানেল আইয়ের নিজস্ব ষ্টুডিওতে এর রেকডিং হয়েছে। এটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান।
স্বাধীনতার পর বাংলা চলচ্চিত্র যে কজন আলো ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম মাসুদ পারভেজ সোহেল রানা’ । প্রযোজক,পরিচালক ও অভিনেতা তিন ক্ষেত্রেই সফল তিনি। ।
বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ‘পারভেজ ফিল্মস’ এর কর্ণধারের জন্ম ঢাকায় হলেও পৈতৃক বাসস্থান বরিশাল জেলায়। তাঁর স্ত্রী ডা. জিনাত পারভেজ এবং একমাত্র সন্তান পুত্র মাশরুর পারভেজ জীবরান।