রাজনীতি

ওমরাহ থেকে না ফিরলে ক্ষমা করবেন বললেন শামীম ওসমান

ওমরাহ করতে যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চাইলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, আমার শরীরটা ভালো না।

দুয়েক দিনের মধ্যে ওমরাহ করতে আল্লাহর ঘরে যাচ্ছি।যদি ভুলত্রুটি হয়ে থাকে, সেখান থেকে ফিরে না এলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। বিকেলে শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, কেউ কেউ আপনাদের উসকানি দেবে। উচ্ছিষ্ট বামেরা আপনাদের নিয়ে খেলবে, কিন্তু সমস্যার সমাধান করবে না। আমি গরিবের পক্ষে আছি।

আমি দেখেছি হকাররা বিনা পয়সায় বসে না। তারা চাঁদা দেয়। এই টাকা আমরা বা সিটি করপোরেশনও পায় না। কিছু চাঁদাবাজ পায়। এসব তো প্রতিদিন চলতে পারে না।

আমার ভালোবাসার সংসারে কোনো দ্বন্দ্ব করবেন না। কোনোকিছু পাওয়ার জন্য কোনো গ্রুপিং করবেন না। যার কপালে যেটা লেখা আছে সেটা পাবে। কাজ করুন, মানুষের সেবা করুন’, নেতাকর্মীদের নসিহত করেন শামীম ওসমান।

%d bloggers like this: