বিজ্ঞান ও প্রযুক্তি

আবারও স্নোম্যান এর মনোমুগ্ধকর ছবি প্রকাশ করল নাসা

আবারও স্নোম্যান এর মনোমুগ্ধকর ছবি প্রকাশ করল নাসা

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এবার হাবল টেলিস্কোপে ধারণ করা ‘স্নোম্যান’ এর অবিশ্বাস্য ছবি প্রকাশ করেছে। চিত্রটিকে ‘নির্গমন নীহারিকা’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

নাসা নিয়মিতভাবে মহাবিশ্বের অত্যাশ্চর্য চিত্রগুলো ধারণ করে। এগুলো মহাকাশ প্রেমীদের মন্ত্রমুগ্ধ করে দেয়। যারা পৃথিবী এবং মহাকাশের শিক্ষামূলক ভিডিও এবং আকর্ষণীয় চিত্রগুলো দেখতে পছন্দ করেন ইউএস স্পেস এজেন্সির ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি তাদের জন্য একটি ধনভাণ্ডার।

নাসার হাবল স্পেস টেলিস্কোপ তার সাম্প্রতিক পোস্টে একটি ‘তুষারমানবের’ ছবি ধারণ করেছে, যা পৃথিবী থেকে প্রায় ৬ হাচজার আলোকবর্ষ দূরে অবস্থিত।

সংস্থাটির মতে, ছবিটিকে ‘নির্গমন নীহারিকা’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে এবং গ্যাসের বিচ্ছুরিত মেঘগুলো নিকটবর্তী বিশাল নক্ষত্রের শক্তিতে এতটাই চার্জ হয়ে উঠেছে যে, তারা তাদের নিজস্ব আলোতে জ্বলজ্বল করে।

আরও খবর

Sponsered content