রাজনীতি

এবার কর্মসূচি থেকে মঈন খানকে নিয়ে গেল পুলিশ

এবার কর্মসূচি থেকে মঈন খানকে নিয়ে গেল পুলিশ

ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

আজ মঙ্গলবার উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও মহিলা দলের নেত্রী পান্না ইয়াসমিনও আটক করা হয়েছে।এমনটাই দাবি করেছেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা।

এদিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মঈন খানকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকরা পুলিশকে কী অপরাধে নেওয়া হচ্ছে প্রশ্ন করলে তাদের বলতে শোনা গেছে, কোনো অপরাধে নয়।