লাইফ স্টাইল

যে নিয়ম গুলো বিয়ের পরে বরকে মানতে হবে

বিয়ের পরের জীবনযাপনে আমূল পরিবর্তন শুরু হয়। এ এক অন্য জগত। এখানে সুখ আছে, রোমান্স আছে আবার মাঝে-মধ্যে পরাজিত হওয়ার ব্যাপারও আছে। আপনি আগে যে জীবন যাপন করেছেন, তেমনটাই থাকবেন, এমনটা ভাবা বোকামি ছাড়া কিছু নয়। কিছু পরিবর্তন সময়ের দাবি মেনে হয়। তাহলে রেডি হয়ে যান, নিজের মধ্যে এই পরিবর্তনগুলো আনার জন্য।

-বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে রাত করে বাড়ি ফিরবেন, এমনটা চলবে না বস। বিয়ের পরেও এই অভ্যাস রাখলে সমস্যায় পড়বেন আপনি। চেষ্টা করুন এই অভ্যাস পরিবর্তন করতে আর নিজের স্ত্রীর সঙ্গে বেশি-বেশি সময় কাটাতে।

-বাড়ি ফিরে স্ত্রীকে প্রশ্ন করুন- আপনি যখন ছিলেন না তিনি তখন কেমন ছিলেন। কেমন কাটল তার সারাটা দিন।

-অনেক সময় অভ্যাসবশত ফোন বাজছে দেখেও, আমরা তা ধরিনা। অন্য কারোর সঙ্গে এই কাজ করলেও ভুল করেও স্ত্রীর সঙ্গে করবেন না। খুব ব্যস্ত থাকলে ফ্রি হয়েই ফোনকল ব্যাক করুন।

-স্ত্রীর হাতের রান্না খেয়ে তাকে জানান খাবার কেমন হয়েছে। ভুলভাল এক লাইন বলার আগে অন্তত তিন লাইন প্রশংসা করে নেবেন। নাহলে বিপদ!

-স্ত্রীর দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন। তাকে সময় দিন। এতে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন তিনি তা বুঝতে পারবেন।

-জন্মদিন, বিবাহবার্ষিকী বা কোনও ছোট সাফল্য়ও চেষ্টা করুন স্ত্রীর সঙ্গে উদযাপন করতে।

রোমান্টিক থাকুন। তার প্রিয় গান একসঙ্গে শুনতে পারেন। তার বলা গল্পটা মনোযোগ দিয়ে শুনতে পারেন। সে হাসলে বলতে পারেন, তাকে কতটা সুন্দর দেখায়!

পাঠক, আপনি নিশ্চয় বলার জন্য প্রস্তুত- সব পরিবর্তন কী বরকেই আনতে হবে, স্ত্রীর কী কোনো দায়িত্ব নাই। আছে, অবশ্যই আছে। কিন্তু সে বিষয়ে আজ নয়, অন্য কোনোদিন আলোচনা হবে।

%d bloggers like this: