4 September 2023 , 3:18:31 প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের বাজারে কুড়িয়ে পাওয়া একটি আইফোন থানায় জমা দিয়ে সততার পরিচয় দিলেন আব্দুস সোবহান নামের এক প্রতিবন্ধী ভিক্ষুক। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে থানায় ফোনটি জমা দেন তিনি।
ভিক্ষুক আব্দুস সোবহান জানান, জীবননগর পৌর শহরে তিনি ভিক্ষা করেন। সকালে বাজারে রাস্তার পাশে একটি আইফোন পড়ে থাকতে দেখেন। পরে এর মালিকের খোঁজ না পেয়ে থানায় জমা দেন।
আব্দুস সোবহানের সততার প্রশংসা করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান। তিনি বলেন, আব্দুস সোবহান একজন প্রতিবন্ধী।
ভিক্ষাবৃত্তি তার পেশা। তা সত্ত্বেও তিনি যে সততা দেখিয়েছেন তা প্রশংসনীয়।ওসি আরও বলেন, আইফোনটি পুরোনো মডেলের। এর প্রকৃত মালিকের খোঁজ এখনো পাওয়া যায়নি।