লাইফ স্টাইল

বেশিরভাগ বিমানের রঙ সাদা হয় কেন জেনেনিন

বেশিরভাগ বিমানের রঙ সাদা হয় কেন জেনেনিন

প্রতিটি মানুষের ইচ্ছা থাকে যে অন্তত একবার হলেও বিমানে চড়ার। তবে বিমান সম্পর্কিত কৌতুহল আমাদের ছোটবেলা থেকেই। এর মধ্যে একটি হলো বেশিরভাগ বিমানের রঙ সাদা হয় কেন? এই প্রতিবেদনে এমনই কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এবার এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ সিনেমা তৈরির দিক দিয়ে চীন দেশের স্থান কোথায়?
উত্তরঃ সিনেমা তৈরি দিক দিয়ে চিনতে শেষ স্থান তৃতীয় নম্বরে।

২) প্রশ্নঃ আইন শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তরঃ আইন শব্দটি ফারসি শব্দ।

৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সূর্যমুখী ফুলের চাষ হয়?
উত্তরঃ কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি সূর্যমুখী ফুলের চাষ হয়।

৪) প্রশ্নঃ ভারতের কোন ভাষাটি শ্রীলঙ্কা দেশের সরকারি ভাষা?
উত্তরঃ ভারতের তামিল ভাষাটি শ্রীলঙ্কা দেশে সরকারি ভাষা।

৫) প্রশ্নঃ কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয়?
উত্তরঃ সিডার গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয়।

৬) প্রশ্নঃ কোন পদ্ধতিতে মানুষ বেশি আত্মহত্যা করে?
উত্তরঃ গলায় ফাঁস লাগিয়ে মানুষ বেশি আত্মহত্যা করে।

৭) প্রশ্নঃ একটা মানুষের চোখের ওজন কত?
উত্তরঃ একটা মানুষের চোখের ওজন ৭ — ৮ গ্রাম।

৮) প্রশ্নঃ শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রকে তৈরি করেছিলেন?
উত্তরঃ সুদর্শন চক্র তৈরি করেছিলেন ভগবান বিশ্বকর্মা।

৯) প্রশ্নঃ বছরের কোন সময়ে আমাদের হজম ক্ষমতা কমে যায়?
উত্তরঃ শীতকালে আমাদের হজম ক্ষমতা কমে যায়।

১০) প্রশ্নঃ জানেন বেশিরভাগ বিমানের রঙ সাদা হয় কেন?
উত্তরঃ বিমানের রঙ সাদা হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন — সূর্যের তাপ থেকে বিমানকে রক্ষা করে, আকাশের মধ্যে চলা সহজেই পরিলক্ষিত হয়, সাদা রঙ অন্যান্য রঙের তুলনায় অনেকটাই সাশ্রয় এবং কোথাও ফাটল ধরলে সহজেই ধরা পড়ে।

আরও খবর

Sponsered content