বিজ্ঞান ও প্রযুক্তি

অডিও-ভিডিও কল করা যাবে এখন টুইটার এক্সেও

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শুধু চ্যাট আদান-প্রদান নয়, অডিও-ভিডিও কলও করা যায়। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইমো সব প্ল্যাটফর্মেই এই সুবিধা রয়েছে। এবার এক্সেও (টুইটার) এই সুবিধা পাবেন।টুইটারের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

যে কারণে ইলন মাস্ক এক্সকে আরো নতুনভাবে সাজাতে ব্যস্ত। এবার ইলন মাস্ক ঘোষণা করেছে, ফোন নম্বর ছাড়াই এক্স থেকে করা যাবে অডিও-ভিডিও কল। এই জোড়া ফিচার ব্যবহারের জন্য প্ল্যাটফর্ম কোনো বাঁধা হবে না।

গত বছর ইলন মাস্কের মালিকানায় আসার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। টুইটারের জন্য মাস্কের খরচ হয় ৪৪ বিলিয়ন ডলার। এরপর থেকেই টালমাটাল অবস্থা লেগেই রয়েছে ওই মাইক্রো ব্লগিং সাইটে।

তাই তো ইলন মাস্ক বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করছেন ব্যবহারকারীদের। তবে হিতের বিপরীতটাই বেশি হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা, নতুন ফিচারটি কতটা গ্রাহক আকৃষ্ট করতে পারে তা দেখার।