12 September 2025 , 5:54:25 প্রিন্ট সংস্করণ
সাকিব হাসান (কুমারখালী) কুষ্টিয়া :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পিসি, এপিসি এবং আনসার-ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে কুমারখালী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ কার্যক্রমের আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় বাছাই কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আনসার ও ভিডিপির সার্কেল এডজুটেন্ট আবুল কাশেম।
এ-সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার প্রশিক্ষিকা ও বাছাই কমিটির সদস্য হামিদা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, সহ বিভিন্ন দলনেতা ও দলনেতৃবৃন্দ। অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। দুর্গাপূজা চলাকালীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানানো হয়।
এ সময় বক্তারা বলেন দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সবসময় জনগণের পাশে থাকবে।”






