25 December 2023 , 12:04:18 প্রিন্ট সংস্করণ
২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টগুলো বিবেচনা করে সেরা পারফর্মেন্সের একটি তালিকা করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। ‘কড়ক সিং’ দিয়ে সেখানে জায়গা করে নিলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। সিনেমার পাশাপাশি ভারতে ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব করছেন জয়া আহসান।
প্রতি বছরই অনবদ্য সব সিরিজ, সিনেমা নির্মিত হচ্ছে অন্তর্জালের জন্য।এই তালিকায় আরও জায়গা পেয়েছেন ‘আম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২), চিন্তন আর (রাচ ক্লাস), সুভিন্দর পাল (ভিকি কোহরা), রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার), সুকান্ত গোয়েল (কালা পানি), ভুবন আরোরা (ফারজি), সিদ্ধান্ত গুপ্তা (জুবিলি) ও গগব দেব রায়ার (স্ক্যাম ২০০৩)।
গত ৮ ডিসেম্বর ‘কড়ক সিং’ মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত ছবিটিতে জয়া আহসানের বিপরীতে আছেন বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। মুক্তির পর ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও জয়া আহসান নিজের জায়গায় বাজিমাত করেছেন। বিভিন্ন রিভিউ ঘেঁটে সেটা স্পষ্ট জানা গেছে।