রাজনীতি

ভোট বর্জনের আহ্বানে বিএনপির অসহযোগ শুরু

ভোট বর্জনের আহ্বানে বিএনপির অসহযোগ শুরু

ভোট বর্জনের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু করেছে বিএনপি।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) লিফলেট বিতরণসহ নানা ধরণের গণসংযোগ চালাচ্ছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে রুহুল কবির রিজভীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় তার সঙ্গে ছিলেন মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর টানা তিনদিন ঢাকাসহ সারাদেশে গণসংযোগ এবং রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বুধবারের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।