জাতীয়

মাওলানা আমির হামজা ৯২৫ দিন পর কারামুক্ত

মাওলানা আমির হামজা ৯২৫ দিন পর কারামুক্ত

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ৯২৫ দিন পর মুক্তি পেয়েছেন ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করে কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে মুফতি আমীর হামজাকে ২০২১ সালের ২৪ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে আটক করে।

এর পর থেকে তিনি কারাগারেই ছিলেন। অবশেষে ২ বছর ৬ মাস ১৪ দিন অর্থাৎ ৯২৫ দিন পর কারামুক্ত হলেন তিনি।

আরও খবর

Sponsered content